ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শিগগিরই বিয়ে প্রসঙ্গে সুখবর দেবেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ জুন ২০২৩ , ১১:০৫ এএম


loading/img
ফাইল ফটো

দক্ষিণী ইন্ডাস্ট্রির জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ। ক্যারিয়ারে ইতোমধ্যেই বহু ভাষার অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চায় দেখা যায়নি কীর্তিকে।  

বিজ্ঞাপন

তবে গেল বেশ কয়েক বছর ধরে একাধিকবার বিয়ের গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীর।  এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও জোর গুঞ্জন উড়ছে, বাবা-মায়ের পছন্দের পাত্রকেই শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন কীর্তি।  

বিজ্ঞাপন

ইতোমধ্যে তার জন্য পাত্র চূড়ান্ত করেছেন অভিনেত্রীর বাবা-মা। আর বিয়েতে নাকি সম্মতিও দিয়েছেন কীর্তি। তবে তার হবু বর সম্পর্কে কখনও কথা বলতে দেখা যায়নি তাকে।

কীর্তি সুরেশ অভিনীত পরবর্তী সিনেমা ‘মামানান’। এর উপলক্ষে একটি অনুষ্ঠানে  যোগ দেন তিনি। এসময় তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে জবাবে কীর্তি বলেন, খুব শিগগির বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।

তবে এর আগেও কীর্তি সুরেশের বিয়ের গুঞ্জন নিয়ে হইচই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। দুই বছর আগে গুঞ্জন উঠেছিল কেরালার এক শিল্পপতিকে বিয়ে করতে যাচ্ছেন কীর্তি। যদিও পরে তা গুজব বলে প্রমাণিত হয়েছিল।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |