কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে সারা আলী খান-ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’। আর বোনের সেই সিনেমা হলে দেখতে গিয়েই রীতিমতো মেজাজ হারিয়েছেন সাইফপুত্র ইব্রাহিম আলী খান।
রোববার (৪ জুন) মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সারা ও তার মা অমৃতা সিং।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমা দেখার পর প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার পরেই বাধে বিপত্তি। কারণ, এ সময় ভিড়ের মাঝে পাপারাজ্জিরা তাদেরকে ঘিরে ধরেন। আর এতেই মেজাজ হারান সাইফপুত্র। পরে রীতিমতো সবাইকে ঠেলে বের হয়ে যান তিনি। এ সময় তার চোখে-মুখে ভেসে ছিল বিরক্তির ছাপ।
পাপারাজ্জিদের অনেকে তার কাছে সিনেমাটি কেমন লেগেছে জানতে চাইলে, জবাবে রেগে গিয়ে ইব্রাহিম বলেন, হিরোইন ওদিকে দাঁড়িয়ে আছে, যান ওর ছবি তুলুন। আমার মুখের সামনে থেকে ক্যামেরা সরান। এরপর দ্রুত হেঁটে ওই স্থান থেকে সরে যান ইব্রাহিম। পরে সারা এসে সেই পরিস্থিতি সামাল দেন।
মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। ভিডিওটি নিয়ে অনেকেই ইব্রাহিমকে সমর্থন করে বলেছেন, এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া উচিত নয়। আবার কেউ লিখেছেন, স্টারকিড বলে বেশি দেমাগ। তবে ইব্রাহিমের হ্যান্ডসাম লুক দেখে প্রশংসাও করেছেন নেটিজেনরা।
সূত্র : হিন্দুস্তান টাইমস