ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পরিণীতির সঙ্গে বাগদানের পরই দুঃসংবাদ পেলেন রাঘব! 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জুন ২০২৩ , ০৩:২৩ পিএম


loading/img
ফাইল ফটো

দিন কয়েক আগেই বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। আর অভিনেত্রীর সঙ্গে বাগদানের পরেই দুঃসংবাদ পেলেন এই সাংসদ সদস্য। বর্তমানে তিনি যে বাড়িতে থাকেন, সেখান থেকে উচ্ছেদের নোটিশ পেয়েছেন রাঘব।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রথমবারের সংসদ সদস্য হিসেবে তার মর্যাদার চেয়ে উঁচু মানের বাংলো পেয়েছেন রাঘব। এ কথা তাকে জানিয়ে মধ্য দিল্লির পান্ডারা রোডের বাংলো খালি করার নির্দেশ দিয়েছেন রাজ্যসভা সচিবালয়। 

এ দিকে রাজ্যসভা হাউস কমিটির ওই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন রাঘব। যে মামলার পরবর্তী শুনানি হবে শনিবার (১০ জুন)।

বিজ্ঞাপন

জানা গেছে, গেল বছরের মে মাসে দিল্লি থেকে রাজ্যসভায় নির্বাচিত হন রাঘব। সে সময় রাজ্যসভার হাউস কমিটি তার জন্য ওই টাইপ-ফোর বাংলোটি বরাদ্দ করেছিল। কিন্তু রাজ্যসভা সচিবালয়ের যুক্তি, ওই শ্রেণির বাংলো সাধারণত প্রবীণ সাংসদ বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ করা হয়। প্রথমবারের সাংসদ রাঘব পেতে পারেন টাইপ-ফাইভ বাংলো।   

প্রায়ই সরকারি বাংলো দখল করে রাখা প্রাক্তন সাংসদদের বাংলো উচ্ছেদের নোটিশ পাঠানো হয় লোকসভা ও রাজ্যসভা সচিবালয়ের পক্ষ থেকে। সদ্যই আদালতের রায়ে রাহুল গান্ধী সাংসদ পদ হারানোর পরে দ্রুত তাকে বাংলো ছাড়ার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনো বর্তমান সাংসদকে এমন উচ্ছেদের নোটিশ পাঠানোর ঘটনাও নজিরবিহীন বলে অভিযোগ উঠেছে। 
 
সূত্র : এনডিটিভি 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |