ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মারা গেছেন নাট্যব্যক্তিত্ব আহমেদ ইউসুফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ , ১১:০২ পিএম


loading/img

বরেণ্য নাট্যনির্মাতা ও নাট্যকার আহমেদ ইউসুফ মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৬টায় তিনি ধানমন্ডির নিজ বাসভবনে হার্ট অ্যাটাক করেন।

বিজ্ঞাপন

এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমেদ ইউসুফের স্ত্রী হাসিনা ইউসুফ। তাদের দুই মেয়ে চৈতি ও মিতু। চৈতি থাকেন যুক্তরাষ্ট্রে আর মিতু কানাডায়।

বিজ্ঞাপন

সাবেরের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ও প্রযোজক দেওয়ান হাবিব গণমাধ্যমে জানান, শুক্রবার (১৬ জুন) বাদ-জুমা জানাজা শেষে তাকে হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর আহমেদ ইউসুফের মেয়েরা দেশে এলে তাকে দাফন করা হবে।

এদিকে, আহমেদ ইউসুফ সাবেরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, পরিচালক, গীতিকার, প্রযোজকসহ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক বার্তা দিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ গীতিকবি সংঘসহ, নাট্যকার সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

তিনি একাধারে বিজ্ঞাপন, চিত্রনির্মাতা, নাট্যকার ও পরিচালক হিসেবে দীর্ঘ সময় মিডিয়াতে কাজ করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |