ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আরটিভিতে বিশ্ব বাবা দিবসের বিশেষ গান

কুদরত উল্লাহ

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ , ১১:৩৩ পিএম


loading/img

শুভাশিস মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশি জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার। তরুণ ভক্তদের কাছে তিনি বাপ্পাদা নামেও ব্যাপক পরিচিত। তার ব্যান্ডের নাম দলছুট। গানের জাদুতে  পেয়েছেন শ্রোতাদের মন।

বিজ্ঞাপন

তার সেই সব ভক্তদের জন্য সুখবর। রোববার (১৮ জুন) বিশ্ব বাবা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় এই শিল্পী। ‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটিতে শুধু তিনি কণ্ঠই দেননি, এর সুর সংযোজন, মিউজিক কম্পোজিশনও করেছেন বাপ্পা মজুমদার।

পৃথিবীব আলো তুমি দেখিয়েছিলে, শিখিয়েছিলে কী কথা হয় বলতে, কীভাবে হয় চলতে...। তোমার শিক্ষা ছিল, ভালো মানুষ যেন হই, বাবা ও বাবা তুমি ছিলে আমার কাছে একটি আদর্শ খোলা বই...। এমন গানের গীতিকার হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কবীর বকুল। কোরিওগ্রাফি করেছেন মোফাস্সল হোসেন আলিফ।

বিজ্ঞাপন

প্রদীপ ভট্টাচার্য্য’র সার্বিক তত্বাবধানে ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। আসন্ন বিশ্ব বাবা দিবসে আরটিভি এবং আরটিভির সকল সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি দেখতে পাবেন দর্শক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |