ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভাইরাল ছবিটি রাম চরণের মেয়ের নয়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জুন ২০২৩ , ০৩:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ। বিয়ের ১১ বছর পর গেল ২০ জুনে বাবা হয়েছে এই মেগাস্টার। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রাম চরণের স্ত্রী উপাসনা।

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি নবজাতকের ছবি নিয়ে সংশয় তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। অনেকেই ওই শিশুটিকে রাম চরণের মেয়ে বলে ধারণা করছেন। কেউ বা আবার এটি রাম চরণের মেয়ে নয় বলেও দাবি করেছেন।

বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চললেও নিশ্চুপ রয়েছেন রাম চরণ ও তার বাবা চিরঞ্জীবী। এ দিকে নেটিজেনদের সব সংশয় দূর করলেন রাম চরণের ম্যানেজার শিবা চেরি।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ছবিটি টুইটারে পোস্ট করে রাম চরণের একটি পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেতার ম্যানেজার লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি মেগা প্রিন্সেসের (রাম চরণের কন্যা) নয়।

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর এক টুইটে ছেলের বাবা হতে যাওয়ার খবরটি প্রথমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। পরে ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |