ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

নিষিদ্ধ করার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি : জেবা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুন ২০২৩ , ১১:৩৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নিষিদ্ধ করার পরেও যেন দমে নেই ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাত। ইতোমধ্যে সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে নিষিদ্ধ হওয়ার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছেন বলে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

জেবা বলেন, আমাকে নিষিদ্ধ করার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি। কিন্তু সব প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কারণ, বর্তমানে আমার এত সময় নেই। আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে।

অভিনেত্রী আরও বলেন, আমি কাজ করব। আর যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয়, তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়ব। বিষয়টা এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। তবে যারা অভিনয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক।

বিজ্ঞাপন

গেল কয়েক দিন ধরে আলোচনা-সমালোচনায় রয়েছেন জেবা। অসহযোগিতা ও অসদাচরণের কারণে তাকে নিষিদ্ধ করে ডিরেক্টরস গিল্ড। এরপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। তাদের অভিযোগের জবাবে নির্মাতা রাশেদা আক্তার লাজুক ও তার স্বামী সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন জেবা।

এ দিকে বৃহস্পতিবার (২২ জুন) অভিনেত্রীর শুটিং বন্ধ করে দেন সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতারা। নিষিদ্ধ হওয়ার পরেও রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় একটি নাটকের শুটিং করছিলেন জেবা। এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে ওই নাটকের শুটিং বন্ধ করে দেয় সংগঠনের ১০-১২ জনের একটি দল।

প্রসঙ্গত, গেল ২০ জুন থেকে জেবা জান্নাতকে নাটকে নিষিদ্ধ করে ডিরেক্টরস গিল্ড। ওই বিবৃতিতে জানানো হয়, এ নিষেধাজ্ঞার ফলে তাকে নিয়ে আর কাজ করবে না কোনো নির্মাতা। কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও জেবা নাটকের শুটিং অব্যাহত রেখেছেন।    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |