ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি : জাহের আলভী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুন ২০২৩ , ০১:৪০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের অভিনেতা জাহের আলভী। বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে বর্তমানে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের জন্যও অনেক অফার পাচ্ছেন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

তবে এখনই সিনেমায় কাজ করতে চান না আলভী। কারণ নিজেকে বড়পর্দায় অভিনয়ের জন্য প্রস্তুত করছেন বলে সম্প্রতি গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আলভী।     

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহায় আমার প্রায় এক ডজন নাটক টিভিতে প্রচার হবে। সবগুলো ভিন্নধর্মী গল্পের নাটক। অভিনয়ের ভিন্নতা আছে, আশা করছি দর্শক খুব মজা পাবে। 

বিজ্ঞাপন

আলভী আরও বলেন, সব সময় দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তাই ব্যক্তি জীবন বলে একেবারেই কোনো কিছু নেই বললে চলে। এ কারণে পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। কাজকে সময় দিই। আর আমি বিশ্বাস করি একদিন এই অভিনয় আমাকে অনেক কিছু দিবে।   

নাটক নিয়ে সিন্ডিকেট প্রসঙ্গে জানতে চাইলে উত্তরে আলভীর বলেন, আমার নামে কিছু মানুষ অযথাই উল্টো-পাল্টা কথা ছড়ায়। নাটক নিয়ে কোনো সিন্ডিকেট আমার নেই। আপনারা তো নিজেই দেখছেন নতুন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করছি আমি। 

এ দিকে ঈদের নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী প্রকাশ করে অভিনেতা জানান, ঈদের আনন্দকে দিগুণ করবে এবারের ঈদের নাটকগুলো। দর্শকদের আনন্দে আলাদা মাত্রা যোগ করবে নাটকগুলো। সেই সঙ্গে শুধু তার নাটকই নয়, অবসরে আরও যারা অভিনেতা আছেন তাদের নাটকগুলোও দেখার আহ্বান জানিয়েছেন জাহের। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |