ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সৃজিতের ফেসবুক স্ট্যাটাসে নেটদুনিয়ায় হইচই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ , ১০:২৭ এএম


loading/img

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব পশ্চিম বঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। বর্তমানে কাজ নিয়ে ব্যাপক ব্যস্ততা তার। কিন্তু এর মাঝেই সৃজিতের ফেসবুক স্ট্যাটাসে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়।  

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুন) হঠাৎ ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি।  যা দেখে বিস্মিত হয়েছেন তার ভক্তরা। 

এ দিন ফেসবুক পোস্টে সৃজিত লেখেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের মতো আমার হৃদয়েও কোনো ব্লক নেই।  

বিজ্ঞাপন

সৃজিতের এই পোস্ট দেখে অনেকেই অনুমান করেছেন হয়তো কোনো কারণে অসুস্থবোধ করেছিলেন জনপ্রিয় এই নির্মাতা। সেই কারণেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তবে এই নিয়ে বিস্তারিত বলেননি তিনি।  

প্রসঙ্গত, সৃজিতের হাত ধরেই বলিউডে আসছে ‘দেশি শার্লক হোমস’।এটি প্রযোজনা করেছেন বিবিসি। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে শার্লকের এই ভারতীয় সংস্করণের পুরো দায়িত্ব সৃজিতের কাঁধে।    
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |