ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিদেশে তারকাদের ঈদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ , ০৫:৪৭ পিএম


loading/img

দেশের অনেক অভিনয়শিল্পী ক্যারিয়ারে সফলতা পাওয়ার পর পাড়ি জমিয়েছেন বিদেশে। বর্তমানে সেখানে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। আবার পেশাগত কাজে অনেক তারকাই অবস্থান করছেন দেশের বাইরে। তাই খুব স্বাভাবিক বিদেশে ঈদ উদযাপন করছেন তারা। 

বিজ্ঞাপন

তবে দেশের বাইরে কেমন কাটছে এসব তারকাদের ঈদ, সেটাই মেলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।  

২০১২ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবিকে বিয়ে করে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোনালিসা। সেখানে ঘনিষ্ঠজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছু ছবি শেয়ার করে ঈদুল আজহার শুভেচ্ছো জানিয়ে তিনি লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকল ত্যাগ, দোয়া কবুল করুন, আমাদের সুখের দরজা খুলে দিন। এই ঈদে যেসব প্রিয়জনেরা আমাদের সঙ্গে নেই, আল্লাহ তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে জান্নাত দান করুন। 

এবার যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন করছেন নগরবাউল জেমস। চলতি মাসে সেখানে গেছেন সংগীতশিল্পী। ইতোমধ্যে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আরও কয়েকটি কনসার্টে পারফর্ম করবেন জেমস। তাই সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।

বিজ্ঞাপন

বরাবরই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে থাকেন জিয়াউল হক পলাশ। কিন্তু চলতি বছর পরিবারকে ছাড়াই ঈদুল আজহা কাটাচ্ছেন। জীবনে প্রথমবার দেশের বাইরে ঈদ করছেন পলাশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন এই অভিনেতা। সেখান থেকেই সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন এই অভিনেতা।   

ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি হিল্লোল-নওশীন। বর্তমানে খুব একটা পর্দায় দেখা যায় না তাদেরকে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। সেখানে ঈদুল আজহা উদযাপন করছেন তারা এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায়  ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী নাফিজা জাহান ২০১৫ সালে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগনে দীপকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি।  সেখানে স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এবারের ঈদটা নাফিজার একটু আলাদা। কারণ ১০ বছর পর বোনের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি। 

ফারিয়া শাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্রে গেছেন। আর এ কারণে লস অ্যাঞ্জেলেসে ঈদুল আজহা উদযাপন করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফারিয়া। 

সংগীতশিল্পী প্রতীক হাসানও বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনিও অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই যোগ দিতে সেখানে গেছেন তিনি। নিউ ইয়র্কে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এই গায়ক লিখেছেন, সবাইকে ঈদ মোবারক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |