ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যে কারণে মাথার চুল দান করলেন ধানুশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ , ০৪:৪৯ পিএম


loading/img

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশকে দেখা গেল ন্যাড়া মাথায়। সঙ্গে রয়েছে তার দুই ছেলে ও বাবা-মা। অভিনেতার দুই ছেলের মাথাও ন্যাড়া। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্থিরচিত্রে এমন লুকেই দেখা যায় এই তারকা ও তার পরিবারকে। 

বিজ্ঞাপন

তবে হঠাৎ কি কারণে মাথা ন্যাড়া করেছেন, সেই প্রশ্ন উঁকি দিচ্ছে ধানুশের অনুরাগীদের মনে। কেউ কেউ বলছেন হয়তো পরবর্তী সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, সম্প্রতি দুই ছেলে যাত্রা ও লিঙ্গকে নিয়ে তিরুপতি বালাজি মন্দিরে গিয়েছিলেন ধানুশ। সেখানে বাবা ও ছেলে তিরুপতির বালাজি ভগবানের উদ্দেশে চুলদান করেন। ন্যাড়া মাথায় ভগবানের পূজায় লীন ধানুশ ও তার ছেলেরা।   

এ দিকে জানা গেছে, ধানুশের পরবর্তী সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করেন ধানুশ। এতে পর্দায় লম্বা চুলেই দেখা যাবে তাকে।

সিনেমাটি নির্মাণ করছেন অরুণ ম্যাথেশ্বরণ। এতে আরও অভিনয় করছেন, প্রিয়াঙ্কা অরুল মোহন, শিবা রাজকুমার, সুদীপ কিষাণ প্রমুখ। চলতি বছরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সূত্র : হিন্দুস্তান টাইম
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |