বলিউডের জনপ্রিয় বর্ষীয়াণ অভিনেত্রী রেখা। ৬৮ বছর বয়সেও যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। ১৯৬৯ সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে প্রথমবার ভোগ ম্যাগাজিনের কাভার গার্ল হলেন রেখা।
৬৮ বছর বয়সে ভোগ অ্যারাবিয়ায় রাজকীয় বেশে কাভার গার্ল হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। ভোগ ম্যাগাজিনে নানা রূপে ফ্রেমবন্দি হয়েছেন রেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে এখন জোর চর্চা চলছে।
একটি ছবিতে তাকে ইজিপশিয়ান রানির বেশে দেখা যায়। তার মাথায় ময়ূরের পেখমের মতো মুকুট, কানে পেল্লাই সাইজের একটি দুল। পরনে মুকুটের সঙ্গে ম্যাচ করা সোনালি পোশাক, যেখানে নীল-সোনালি জরির কাজ করা কলার এবং হাতা দেখা যাচ্ছে।
একটি ছবিতে রেখার মাথায় জরির কাজ ভর্তি টুপিসহ সোনালি জরি এবং ছোট পাথরের কাজ করা পোশাকে নজর কেড়েছেন রেখা। উইংগড লাইনার, মেরুণ লিপস্টিকের সঙ্গে খোঁপা, জড়োয়ার গহনায় বেশ লাস্যময়ী লুকেই ধরা দিয়েছেন বর্ষীয়াণ অভিনেত্রী।
আরেকটি ছবিতে আরব দেশের রানির বেশেও দেখা যায় রেখাকে। এ ছবিতে তার মাথায় টিকলি, ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে সোনালি রঙের শাড়িতে যেন দারুণ লাগছে তাকে। পায়ে পরেছেন স্টিলেটো। এ ছবি দেখে কে বলবে অভিনেত্রী বয়স ৬৮ বছর!
সাদা আনারকলি, নাগরা জুতার সঙ্গে ম্যাচিং গহনা পরিহিত অবস্থায় আরেকটি ছবিতে ক্যামেরায় পোজ দিয়েছেন রেখা। তবে অন্য একটি ছবিতে পশ্চিমা পোশাকে চমক দিয়েছেন তিনি। সাদা কলার এবং হাতাওয়ালা কালো গাউনে নজর কেড়েছেন তিনি। এ লুকে তার মাথায় রয়েছে ব্রিটিশ টুপি।
রেখার সাজসজ্জার পেছনের কারিগর হলেন ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীষ মালহোত্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, এই ফটোশুটের জন্য তার স্টাইলিং এবং ডিজাইনিংয়ের অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয়। এই কাজটি করতে গিয়ে তার উচ্ছ্বাস আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। কাজ করার আগে কস্টিউম ফিটিংস নিয়ে তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছি।