এবার আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ , ১১:৩১ পিএম


এবার আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ (ভিডিও)

‘খেলা হবে’র উত্তাপ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গকে মাতানোর পর এবার বলিউডেও এর আঁচ লেগেছে। জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মুখে এবার শোনা গেল আলোচিত এই স্লোগানটি। করণ জোহর নির্মিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার প্রকাশের পর অভিনেত্রীর মুখে এই স্লোগানটি শুনে রীতিমতো চমকে উঠেছেন অনেক বাঙালিই। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ জুলাই) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় সিনেমাটির ট্রেলার। যেখানে আলিয়ার সঙ্গে দেখা যায় রণবীর সিংকেও। ৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলারের ওই ভিডিওটির ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় অভিনেত্রীকে বলতে শোনা যায়- ‘খেলা হবে’।

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া। হবু শ্বশুরবাড়ির কাউকে চ্যালেঞ্জ করে তিনি যখন 'খেলা হবে' বলছিলেন, তখন পুরোপুরি বাঙালি সাজেই ছিলেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

মূলত ‘খেলা হবে’ এই বাংলা স্লোগানটির শুরুটা বাংলাদেশে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ এই স্লোগানটিতে আওয়াজ তুলেছিলেন।   

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে স্লোগানটি দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ স্লোগানটি অনানুষ্ঠানিক নির্বাচনী স্লোগান হিসেবে ব্যবহার করেছিলেন। এমনকি এটি নিয়ে দেশটিতে গানও তৈরি হয়। সেই ‘খেলা হবে’ এখন স্থান করে নিল বলিউডেও।         

‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ সিনেমায় আলিয়া-রণবীর ছাড়া আরও অভিনয় করেছেন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমীর সঙ্গে চূর্নী গাঙ্গুলী, টোটা রায় চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকেই। আগামী ২৮ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission