টালিউডের এ প্রজন্মের অভিনেতা বনি সেনগুপ্ত। দুনীর্তি-কাণ্ডে নাম জুড়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেতা। নেটিজেনদের সমালোচনা যেন পিছুই ছাড়ছে না তার।
এই যেমন, মালদ্বীপ ভ্রমণের পুরোনো ছবি শেয়ার করেও যেন ছাড় পাননি তিনি। ইনস্টাগ্রামে তাকে কটাক্ষ করে মন্তব্যের ঘরে রীতিমতো সমালোচকদের ঝড় উঠেছে।
কেউ লিখেছেন, চুরির পয়সায় চশমা-টুপি। কেউ আবার দুর্নীতির প্রসঙ্গ তুলে লেখেন, চুরির টাকায় মালদ্বীপ। আবার নেটিজেনদের একাংশ বনিকে কটাক্ষ করে লিখেছেন, নিশ্বাস ছাড়ুন, তাহলেই বেরিয়ে পড়বে আসল সিক্স প্যাক।
কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যুব কমিটির সদস্য কুন্তল ঘোষ গ্রেপ্তার হন। তার সঙ্গে অভিনেতা বনির আর্থিক লেনদেন-সংক্রান্ত তথ্য পাওয়ায় ইডির জেরার মুখে পড়েন তিনি।
যদিও সে সময় কুন্তলের এই কার্যক্রমের বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছিলেন বনি। সঙ্গে এও জানান, কুন্তলের দুর্নীতির বিষয়ে জানলে কখনই সেই অর্থ তার কাছ থেকে নিতেন না তিনি।
কুন্তলের টাকায় গাড়ি কেনায় কম ঝক্কি পোহাতে হয়নি বনিকে। আপাতত সমস্ত টাকা ফেরৎ দিয়েই রেহাই পেয়েছেন এই অভিনেতা।