• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

যে কারণে অনেকেই বিদ্যা বালানকে বাঙালি ভাবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৩, ২১:৩৭
বিদ্যা বালান
বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালানকে দেখে অনেকেই বাঙালি মনে করেন। শুধু তাই নয়, বাঙালি ভেবে বাংলায় কথা বলতেও শুরু করে দেন অনেক অনুরাগীই! সম্প্রতি এমনটাই জানালেন এই নায়িকা।

মূলত ‘ভালো থেকো’ নামের একটি বাংলা সিনেমার মাধ্যমেই চলার পথ শুরু হয়েছিল বিদ্যা বালানের। পরে ২০০৫ সালে বলিউডে অভিষেক হয় শরৎচন্দ্রের ‘পরিণীতা’ গল্পের প্রেক্ষাপটে তৈরি একই নামের সিনেমা দিয়ে। ফলে সেখানেও বাঙালির চরিত্রেই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী।

এ ছাড়া ‘কাহানি’ সিনেমা তো আছেই। ফলে একাধিক বাঙালি চরিত্রে অভিনয় করার কারণে অভিনেত্রীকে অনেকেই বাঙালি ভেবে ভুল করেন।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, এখনও তাকে অনেকেই বাঙালি মনে করেন। তবে তিনি একজন দক্ষিণ ভারতীয়।

এ প্রসঙ্গে বিদ্যা বলেন, অধিকাংশ মানুষ আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝে মধ্যেই হতবাক হয়ে যায় পুরো বিষয়টা দেখে। আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাদের বিদ্যা দিদি বলতে বলি।

অভিনেত্রী আরও বলেন, সব থেকে সেরা দক্ষিণ ভারতীয় খাবার আমার বাড়িতেই তৈরি হয়। আমি বাইরের খাবার একদম খেতে পারি না। অনেক বেশি সোডা দিয়ে দেয়। তবে ইডলি, ডোসার মতো ভালো খাবারই হয় না।

পছন্দের খাবারের কথা উল্লেখ করে বিদ্যা বালান জানান, দক্ষিণ ভারতীয় বিয়ে বাড়িতে যান শুধু মাত্র সেখানকার খাবারের জন্য। তার পছন্দের খাবারের মধ্যে রয়েছে পাইনাপেল কেশরী, ডোসা, ইডলি ইত্যাদি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যা বালানের ভিডিও ভাইরাল
ত্রিমুখী সমস্যায় পাহাড়ি জনগোষ্ঠী, শান্তির অন্বেষায় প্রয়োজন কঠোর সিদ্ধান্ত
যে কারণে কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হন বিদ্যা বালান
বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি ও যমুনা নদীর পানি বৃদ্ধি