ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রুনার মুকুটে যুক্ত হলো নতুন পালক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ জুলাই ২০২৩ , ০৩:১৭ পিএম


loading/img

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে যেন দিন দিন নিজেকে ভেঙে গড়ছেন এই তারকা। সেটা অভিনয়েই হোক আর আকর্ষণীয় লুকেই হোক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই বিভিন্ন লুকে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা।     

বিজ্ঞাপন

শনিবার (২৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন লাস্যময়ী এই তারকা।

জানা গেছে, রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘বোধ’র জন্যই ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গেল বছরের ৪ নভেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়ায় সিরিজটি। এতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রুনা। পর্দায় তার অভিনয় রীতিমতো নজর কাড়ে দর্শকদের। তারই সাফল্য হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন রুনা।

সিরিজে অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান। হাফ স্টপ ডাউনের প্রযোজনায় যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম ও জাহিন ফারুক আমিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |