ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

টেইলরের কনসার্টটি ছিল ২.৩ মাত্রার ভূমিকম্পের সমান!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ জুলাই ২০২৩ , ০৩:৩৪ পিএম


loading/img

মার্কিনের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। তার কনসার্ট মানেই শ্রোতা-দর্শকের বাড়তি উন্মাদনা। কনসার্টে বরাবরই নিজের গানে মাতিয়ে রাখেন শ্রোতাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু তাই নয়, শ্রোতা-দর্শকের মাতানোর পাশাপাশি রীতিমতো ভূমিকম্পও তৈরি করেছে।  

বিজ্ঞাপন

এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলছেন, সিয়াটলে সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে বলা হয়, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতের কনসার্ট দুটিতে মোট ১ লাখ ৪৪ হাজার শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

টেইলরের কনসার্টটি ছিল ২.৩ মাত্রার ভূমিকম্পের সমান!

সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান। তার মতে, মূলত কনসার্টে উপস্থিত শ্রোতা-দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল। 

জানা গেছে, টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলে নতুন রেকর্ড তৈরি করেছে। ২০১১ সালের ‘বিস্ট কোয়েক’র রেকর্ড ভেঙে দিয়েছে কনসার্টটি।  

বিজ্ঞাপন

২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা দশমিক ৩ বেশি ছিল।   

সূত্র : সিএনএন, বিবিসি  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |