• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কফিনের ছবি দিয়ে পরীর প্রশ্ন, চুরি কি আমি করেছি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৩, ১৬:৩৯
পরীমণি, রাজ্য ও রাজ
পরীমণি, রাজ্য ও রাজ

কলকাতার একটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে বিনয়ের সঙ্গে ক্ষোভ ঝাড়লেন পরীমণি। মূলত, রোববার (৩০ জুলাই) তার স্বামী শরিফুল রাজের আইফোন কলকাতার নন্দন চত্বর থেকে পকেটমার হয়ে যায়। অন্যান্য গণমাধ্যমের মতো এই খবরটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টাল।

খবরের লিংক পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় স্বাভাবিকভাবেই। সেখানে হ্যাশট্যাগ দিয়ে পরীমণির নাম দেওয়া হয়। সেটির একটি স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরীমণি। যদিও খবরে ব্যবহৃত রাজের চেহারা কফিন দিয়ে ঢেকে দিয়েছেন।

পরীমণির ফেসবুক থেকে নেওয়া

ক্যাপশনে পরীমণি লিখেছেন, এই লোকের (রাজ) ফোন চুরির নিউজের সঙ্গে আমারে (আমাকে) হ্যাশট্যাগ দেওয়ার কী হইলো (হলো)। চুরি কি আমি করছি (করেছি)? এখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।

কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে পকেটমারের কবলে পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগও করেছিলেন।

প্রসঙ্গত, কয়েকমাস ধরেই এক ছাদের নিচে থাকছেন না পরীমণি-রাজ। তবে পরীর দাবি, এমনিতে রাজ তার খবর নেন না। প্রয়োজন পড়লে যোগাযোগের চেষ্টা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
চলে গেলেন নির্মাতা রাজা মিত্র
‘ফেলুবক্সী’-তে পরীমণির লুকে চমক