• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সংসদ সদস্য পদে নির্বাচন করবেন নকুল কুমার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৩, ১০:৩৯
নকুল কুমার বিশ্বাস
নকুল কুমার বিশ্বাস

নকুল কুমার বিশ্বাস জীবনমুখী গানের মাধ্যমে তুলে ধরেন সমাজের বিবিধ অবক্ষয়। সেসব গান পায় তুমুল শ্রোতাপ্রিয়তা। এবার জনপ্রিয় এই গায়ক জানালেন, সংসদ সদস্য পদে নির্বাচন করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন নিজেই।

তবে নিজের ইচ্ছার কথা নকুল কুমার প্রকাশ করেছেন একটি দীর্ঘ কবিতার মাধ্যমে। তুলে ধরেছেন নিজের বংশ-পরিচয়। পাশাপাশি প্রশ্ন রেখেছেন—রাজনৈতিক টিকিটে নির্বাচন করবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন?

নকুল কুমার তার কবিতায় জানিয়েছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের কুটির আছে বলেও জানিয়েছেন তিনি।

নকুল কুমার বিশ্বাসের ফেসবুক থেকে নেওয়া

নিজের ওই কবিতায় নকুল কুমার উল্লেখ করেছেন, সম্প্রতি একটি দেশের গানের শুটিং করতে গিয়েই সংসদ সদস্য পদে নির্বাচনের বিষয়টি এসেছে। শুটিংয়ে উপস্থিত সবার দাবি, গায়ককে বরিশাল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা। তাই এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।

ওই শুটিংয়ে উপস্থিত সবার দাবি ছিল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নকুল কুমারের গানের ভক্ত। ফলে ভক্তদের ভোটেই জয়লাভ করবেন তিনি। সে কারণেই এ বিষয়ে নেটিজেনদের কাছে পরামর্শ ও মতামত চেয়েছেন গায়ক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে’
দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম