ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ আগস্ট ২০২৩ , ০৬:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

হলিউড অভিনেত্রী রেবেল উইলসন শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে এ দুর্ঘটনার কথা জানান অভিনেত্রী।

বিজ্ঞাপন

ভোর চারটা নাগাদ জর্জিয়ার সাভানায় ‘ব্রাইড হার্ড’ ছবির শুটিং করছিলেন হলিউড এই অভিনেত্রী। এ সময় স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তার মুখে সেলাই করতে হয়।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রেবেল লিখেছেন, ‘এইভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।’

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজও।

‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘ইজন্ট ইট রোম্যান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে। ‘ব্রাইড হার্ড’ ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |