হলিউডের বহুল জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’। ১৯১২ সালের ১৩ এপ্রিল প্রথম যাত্রাতেই ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। ওই দুর্ঘটনায় মারা যায় অনেক মানুষ। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয় সিনেমাটি।
বিশ্বখ্যাত সেই ‘টাইটানিক’ সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন লাস্যময়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সিনেমায় একটি একটি ওভারকোট পরেছিলেন তিনি। এবার সেই ওভারকোটটি নিলামে তোলা হয়েছে। আর এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানান, শুক্রবার (১১ আগস্ট) রাতে নিলাম শুরু হওয়ার পরেই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। তবে ওভারকোটটির মূল্য একশো হাজার ডলার অতিক্রম করবে।
তিনি আরও বলেন, অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ নিলাম কার্যক্রম চলবে। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি মূল্য দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক সিনেমায় জাহাজটি ডোবার সময় এই ওভারকোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙের উলের ওপর কালো কারুকার্য করা।