ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজনীতি এখন ‘অ্যাসিড টেস্ট’র মতো : সায়ন্তিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ আগস্ট ২০২৩ , ০২:২৩ পিএম


loading/img

অভিনয় ও রাজনীতির মাঠ দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। পরিশ্রম করতে মোটেও ভয় পান না তিনি। অভিনেত্রীর বিশ্বাস, দেরিতে হলেও নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছাবেন। তবে রাজনীতিটা প্রতিদিনই শিখছেন এই নায়িকা। 

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন সায়ন্তিকা। 

রাজনীতি নিয়ে সায়ন্তিকা বলেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি। কিন্তু বইয়ের পাতা আর রাজনীতির মাঠে অনেক পার্থক্য। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মাত্র ৭৩৫ ভোটে হেরে যাই। আমার জীবনের অন্যতম দুঃখের একটা দিন। তবে দিন শেসে মানুষ জয়ীকেই মনে রাখেন।  

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিনয়ের পাশাপাশি রাজনীতি করায় আমাকে অনেকেই নানান ধরনের কটু কথা বলেছেন। কিন্তু তারা জানে না, আমি প্যাশনকে পেশা বানিয়েছি। উপার্জন না করলে পরিবারকে দেখব কী ভাবে? 

নায়িকা বলেন, আমার প্রশ্ন ছিল, আমি কেন হারব? ভোট চেয়ে হাত নেড়ে চলে যাব। আমি সেই ধারণাটাই ভাঙতে চেয়েছি। বাঁকুড়ার মানুষকে যা কথা দিয়েছি, কাজের মাধ্যমে সেটা প্রমাণ করেছি। রাজনীতি এখন আমার কাছে ‘অ্যাসিড টেস্ট’র মতো।

অভিনয় ও রাজনীতির মধ্যে কোনো একটিকে বেছে নিতে বললে কী করবেন? এমন প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, আমি তো একজন শিল্পী। আমার কাছে অভিনয় সব সময়ই প্রথম ভালবাসার মতো। এটা ছাড়তে পারব না। তবে এখন রাজনীতিতেও আমার আসক্তি জন্মেছে।

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |