ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গায়িকা তমালিকার সঙ্গে নাচলেন মডেল ইমতু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ০৩:২৮ পিএম


loading/img
তমালিকা দাস ও ইমতু রাতিশ

নতুন প্রজন্মের গায়িকা তমালিকা দাস। গান করছেন ছোটবেলা থেকে। ২০২০ সালে প্রকাশ পায় তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন শাহরিয়ার রাফাত। এরপর চলতি বছর প্রকাশিত হয় দ্বিতীয় গান, তমালিকার একক কণ্ঠে গাওয়া ‘যত দেখি তোমায়।’

বিজ্ঞাপন

তমালিকা এবার নিয়ে এসেছেন নতুন গান-ভিডিও ‘আবার’। গানটির কথা কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাশ। আর এই গানের ভিডিওতে তমালিকার সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ ইমতু রাতিশ। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

সম্প্রতি ইউটিউবে তমালিকার নিজস্ব চ্যানেল ‘তমালিকা অফিসিয়াল’-এ গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়; যা এরইমধ্যে শ্রোতা-দর্শকের নজর কেড়েছে। অল্প সময়েই এক লাখের বেশি দর্শক দেখেছেন।

বিজ্ঞাপন

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে তমালিকা বললেন, আমার খুব পছন্দের কয়েকজন মানুষের সঙ্গে প্রজেক্টটি করেছি। তাই কাজটি নিয়ে আমার নিজেরই অনেক প্রত্যাশা ছিল। সবার রেসপন্স দেখে মনে হচ্ছে আমার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

সঙ্গে আরও যোগ করেন, প্রেম-ভালোবাসার গল্প নিয়ে গানটি তৈরি করা হয়েছে। ভিডিওতে সেই বিষয়টি দারুণভাবে ফুটিলে তুলেছেন ইয়ামিন ইলান ভাই। সঙ্গে ইমতু রাতিশ ভাইয়ের দারুণ পারফরম্যান্স গানটিতে পরিপূর্ণতা দিয়েছে। সব মিলিয়ে কাজটি অনেক এনজয় করেছি। শ্রোতারাও এনজয় করছেন দেখে ভালো লাগছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |