ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

‘অভিনেত্রী চমককে ডিরেক্টরস গিল্ড নিষিদ্ধ করতে পারে না’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ আগস্ট ২০২৩ , ০৭:৩৮ পিএম


শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সোমবার (২১ আগস্ট) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে নিষিদ্ধ করে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সম্প্রতি এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সংগঠনটি।  

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়- 

সোমবার (২১ আগস্ট) ডিরেক্টরস গিল্ডের সংবাদ সম্মেলনের বক্তব্য আমাদেরকে বিস্মিত ও মর্মাহত করেছে। সংগঠনটির কাছ থেকে এমন আচরণ মোটেই আমরা প্রত্যাশা করিনা। যেহেতু সংবাদ সম্মেলনে টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের নাম উচ্চারিত হয়েছে তাই বিষয়টি নিয়ে কিছু কথা আমাদের বলতে হচ্ছে। 

বিজ্ঞাপন

প্রথমত ডিরেক্টরস গিল্ড একজন অভিনয়শিল্পীকে নিষিদ্ধ করার অধিকার রাখে কি না?  যদি তারা তাদের সদস্যদের চমককে কাজে না নেওয়ার নির্দেশ দিতে চাইত, তবে সেটা সাংগঠনিকভাবে করতে পারত। তার জন্য সংবাদ সম্মেলনের প্রয়োজন ছিল না! এটা খুবই সাধারণ বিষয় যে, একটি পেশাদার সংগঠন শুধুমাত্র তার সংগঠনের সদস্য ছাড়া অন্য কোনো পেশার শিল্পী, কলাকুশলীকে শাস্তির আওতায় আনতে পারে না! বেশি প্রয়োজন হলে সেই পেশার সংগঠনের সঙ্গে আলোচনা করতে পারে। অনেকে ভুল বা অন্যায় করতে পারে। আমরা তাকে সংশোধনের চেষ্টার মাধ্যমে সঠিক দেখানোর পথ চেষ্টা করব। কিন্তু কখনোই গলা টিপে ধরব না।  

যদি ভুল ঠিক করার সুযোগ পাওয়ার পরেও কেউ নিজেকে সংশোধন না করে, তখন হয়তো সংগঠন কঠোর হতে পারে। কিন্তু এর আগে নয়। চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সিদ্ধান্তে চমকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো কথা নেই।

টেলিভিশন মিডিয়া সংশ্লিষ্ট সব সংগঠন- ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গেনাইজেশন (এফটিপিও)  যার সদস্য টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘসহ সবাই। এফটিপিওর গঠনতন্ত্রে আছে, সংঠনগুলোর মধ্যে কোনো বিষয়ে একমতে পৌঁছাতে না পারে বা কোনো  জটিলতা তৈরি হলে সেটা ফেডারেশনের মাধ্যমে সমাধান করা হবে।

বিজ্ঞাপন

টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সঙ্গে ডিরেক্টরস গিল্ড একমত না হতেই পারে। সেক্ষেত্রে তারা এফটিপিও’র কাছে সমাধান চাইতে পারত। সেটা না করে সরাসরি প্রেস কনফারেন্স এ চলে গেলেন।

আমরা আমাদের অভিভাবক ফেডারেশন এফটিপিও’র সভাপতি মামুনুর রশিদ ও সাধারন সম্পাদক সালাউদ্দিন লাভলুর সঙ্গে কথা বলেছি, বর্তমানে সভাপতি মহোদয় দেশের বাইরে থাকায় আগামী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য  এফটিপি’র সভায় বিষয়টি আলোচনা হবে। আশা করি এফটিপিও একটি গ্রহণযোগ্য সমাধান দেবেন।

দীর্ঘ দিন ধরে আমরা সবগুলো সংগঠন পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে অনেক বড় বড় সংকট মোকাবেলা করে এসেছি। এই সামান্য বিষয়ে এই পরিস্থিতি সত্যই দুঃখজনক এবং বিব্রতকর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |