বয়স যে পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, সম্প্রতি সেটা প্রমাণ করলেন বলিউড অভিনেতা আদিত্য রাজ কাপুর। ৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করলেন এই তারকা। ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন আদিত্য।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, দর্শন বিষয়ে অনার্স পাসের সার্টিফিকেট।
ওই ছবিতে দেখা যায়, স্নাতকের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছেন আদিত্য রাজ কাপুর।
বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেন, এক সপ্তাহ আগে ৫৯ দশমিক ৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাস করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি আমি।
সুযোগ থাকলেও পড়াশোনা করেননি জানিয়ে অভিনেতা বলেন, আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু সেই সুযোগের সঠিক ব্যবহার করিনি আমি।
তিনি আরও বলেন, বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। আমার অন্তরে শিক্ষার প্রয়োজনীয়তার অভাব উপলদ্ধি করি। তারপরেই দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি।
আদিত্য জানান, ৬১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন তিনি। তার এই মিশনের পেছনে বড় ভূমিকা পালন করেছে অভিনেতার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া