ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

টাইমস স্কয়ার বিলবোর্ডে মুজা

আরটিভি নিউজ

বুধবার, ২৩ আগস্ট ২০২৩ , ১১:৩৬ পিএম


নিউইয়র্ক টাইমস স্কয়ার বিলবোর্ড, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি কারো ছবি। পাশে লিখা “Desi hits…MUZA…”. Spotify Bangladesh এর বেস্ট সাউথ এশিয়ান মিউজিকে নিজের স্থান দেখিয়ে দিয়েছে এক সিলেটির গান। দখল করে নিয়েছে কোটি তরুণ হৃদয়ে স্থান।

বিজ্ঞাপন

বলছিলাম সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার এবং প্রোডিউসার “MUZA” এর কথা। বাংলা ভাষার জাদু আর নিজের দক্ষতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে যিনি উপহার দিয়েই যাচ্ছেন একের পর একের হিট গান। যার ফলস্বরূপ নিউইয়র্ক এর টাইমস স্কয়ার বিলবোর্ডসহ কানাডা এবং লন্ডনে , Spotify Desi hits categoryতে দেখা গেছে তার ছবি। যা একজন বাঙ্গালি সঙ্গীতশিল্পী হিসেবে Muza এবং দর্শক হিসেবে আমাদের বাঙ্গালিদের জন্য সত্যিই গর্বের।

তবে কী খুব সহজ ছিল এই পথটা? Muza নামে পরিচিতি পেলেও আসল নাম মুজাহীদ আহমেদ। জন্ম সিলেটের ওসমানী নগরে। জন্মের পর কয়েক বছর বাংলাদেশে থাকলেও পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বেড়ে ওঠা সেখানেই। ছোটবেলা থেকেই অনুভব করতেন সঙ্গীতের প্রতি এক প্রগাঢ় ভালোবাসা। 
বাবা মা ও ছোটবোনকে নিয়ে ছিল মুজার পরিবার।

বিজ্ঞাপন

পরিবারের কথা বলতে গিয়ে মুজা স্মরণ করেন অতীতের কষ্টের দিনগুলির কথা। ভরণ পোষণের জন্য সবসময়ই তার বাবা মাকে কাজ করতে হতো, নিজেদের জন্য তারা সময় বের করতে পারতেন না একদমই। মনে মনে কষ্ট পেতেন তিনি। তখন থেকেই চিন্তা করেন নিজেদের এই অবস্থার অবসান ঘটাবেন। 

তবে পড়াশোনা করতে খুব একটা পছন্দ করতেন না তিনি। আর বাবা- মা ও চাইতেন ছেলে খুব ভাল ফলাফল করে একদিন বড় হবেন। এসব নিয়ে প্রায়ই মনকষ্টে থাকতেন তিনি। তখনই ঠিক করেন এই কষ্টকে পরিণত করবেন নিজের শক্তিতে। শুরু করলেন মিউজিক নিয়ে কাজ করা, যাতে তিনি খুঁজে পেতেন শান্তি। মিউজিক যেন তাঁকে ভুলিয়ে দিতো সব কষ্ট, চিন্তা ভাবনা।

তবে মুজার প্রথম গান ছিল “দ্যাট গার্ল” নামে একটি হিন্দি গান। এরপরেই শুরু করেন বাংলা গান নিয়ে পদচারণা। ২০১৮ সালে “বন্ধুরে” গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট, যেমন “নয়া দামান”, “বেনী খুলে”, “ঝুমকা” , “আমার হৃদয় বলে তোমায় চেনা চেনা লাগে”  ইত্যাদি।

বিজ্ঞাপন

কেন বাংলা গানের দিকেই ঝুঁকলেন এই প্রশ্নের উত্তরে মুজার কাছ থেকে জানা যায়, যে তিনি চেয়েছেন বাংলা এবং ওয়েস্টার্ন কালচারের একটি ফিউশন ঘটাতে। যাতে বাংলা গান শুধু বাঙ্গালিদের মাঝেই নয় পুরো বিশ্ববাসীর কাছেই জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মনে করে, বাংলা ভাষার যেসব উপভাষা আছে তা সকলের কাছেই গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠুক। 

এছাড়া বাংলা ভাষা ছাড়াও তিনি স্প্যানিস, আরবি, হিন্দি, ইংলিশ ভাষায় ও পারদর্শী। 

গত ৭ আগস্ট, নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় তার বাবা মা টাইমস স্কয়ারের সামনে দাঁড়িয়ে মোবাইলে নিজেদের ছেলের ছবি তুলছেন। আবেগতারিত হয়ে তিনি ছবিটি পোষ্ট করেন এবং সৃষ্টিকর্তার প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিলবোর্ডে নিজেকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না। কারণ এই টাইমস স্কয়ারের বিলবোর্ড দেখেই তিনি বড় হয়েছেন। কখনোই ভাবতে পারেননি একদিন নিজেকেই দেখতে পারবেন বিলবোর্ডে, তার পরিবারের সাথে।

উল্লেখ্য, তার গান “ঝুমকা” ৭৪ মিলিয়ন ভিউ, “বেনী খুলে” ২৭ মিলিয়ন ভিউ, নয়া দামান ১৩ মিলিয়ন ভিউ নিয়ে জনপ্রিয়তা লাভ করে তরুণ সমাজে। 
এছাড়াও Spotify বাংলাদেশের সং লিস্টে তার বেনী খুলে গানটি ৫ নাম্বারে আছে।

বর্তমানে বাংলাদেশে অন্যতম লিডিং টিভি চ্যানেল আরটিভি আয়োজিত “Rtv Youngstar USA” অনুষ্ঠানের একজন অন্যতম বিচারক Muza।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |