ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জেবার কারাদণ্ড, পপির মিলল সন্ধান! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ , ০৭:৩১ পিএম


চলতি বছরের জুনেই অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এবার প্রতারণার মামলায় আদালত অভিনেত্রীর বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে। জেবা জান্নাতের ছবি ব্যবহার করে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে।

তবে এই শাস্তি পাওয়ার ঘটনাটি আদৌ কতটুকু সত্য? সত্যিই কী তিন বছরের কারাদণ্ড পেয়েছেন জেবা জান্নাত? আরটিভি নিউজ থেকে ঘটনাটির সত্যতা জানতে জেবা জান্নাতের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, ঘটনাটি সত্য নয়।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেন, নিউজগুলোতে ব্যবহার করা হয়েছে জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনের নাম। কিন্তু আমার নাম জেবা জান্নাত। এ ছাড়া আমার আর কোনো নাম নেই। নিউজে উল্লেখিত নারী আমি নই। যারা আমার ছবি ব্যবহার করে নিউজ করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নেব। কারণ, না জেনে ভেরিফায়েড গণমাধ্যমগুলো নিউজ করবে এটা তো কখনই মেনে নেওয়া যায় না।

অভিনেত্রী আরও বলেন, তাদের তো আগে খোঁজ নিয়ে জানা উচিত ছিল এই জেবা চৌধুরীটা কে? তারা গুগলে সার্চ করেছে আর আমার ছবিটা চলে এসেছে। তারা আমার ছবি আপ করে নিউজ করে দিয়েছে। এটা তো খারাপ তাই না। আমি বুঝতে পারছি না সবসময় আমাকে নিয়েই কেন নিউজ হচ্ছে।

অন্যদিকে, নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। রূপের জাদুতে লাখো তরুণের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। তবে চলতি বছরের শুরু থেকেই নিখোঁজ রয়েছেন এই নায়িকা। তার কাছের মানুষ, পরিবার-বন্ধুবান্ধব ও সিনেমা সংশ্লিষ্টরা খোঁজ পাচ্ছেন না পপির। এমনকি বন্ধ রয়েছে তার ব্যবহার করা দীর্ঘদিনের পুরোনো ফোন নম্বরটিও।

বিজ্ঞাপন

পপির নিখোঁজের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ে করে সংসারি হয়েছেন তিনি। এমনকি সন্তানও এসেছে তার কোলে। তাই বর্তমানে স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই নায়িকার। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে নারাজ।

বিজ্ঞাপন

বেশ কিছুদিন ধরে একাধিক সংবাদ প্রকাশ হওয়ায় এবার পপির খোঁজ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

তিনি বলেন, পপি সবার খুব পছন্দের একজন শিল্পী এবং ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের। তার আপডেট অল্প একটু বলতে পারি, নির্বাচনের সময় সে যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এর বেশি কিছু এখন বলতে পারব না।

মঙ্গলবার (২৯ আগস্ট) নতুন ওয়েবফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ারে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ আক্তার।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |