ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে মুখ খুললেন খ্যাতিমান গায়ক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ , ০৯:৪৩ এএম


loading/img

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কুমার শানু। ক্যারিয়ারে ইতোমধ্যে চার দশক পার করে ফেলেছেন এই গায়ক। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। তবে সেই পুরস্কারপ্রাপ্তির পর ১৪ বছর কেটে গেলেও আজও জাতীয় পুরস্কার ওঠেনি কুমার শানুর হাতে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। 

বিজ্ঞাপন

কুমার শানু সেই গায়ক, যিনি ১৯৯৩ সালে একদিনে ২৮টি গান রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছিলেন। এবার জাতীয় পুরস্কার নিয়ে রীতিমতো কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন কুমার শানু। 

সম্প্রতি ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা গায়ক-গায়িকার শিরোপা পেয়েছেন দক্ষিণের কালা ভৈরব ও বলিউডের বঙ্গকন্যা শ্রেয়া ঘোষাল। কিন্তু ক্যারিয়ারে ৪০ বছর পেরিয়ে গেলেও জাতীয় পুরস্কার পাননি তিনি। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে কুমার শানু বলেন, আসলে বিষয়টা হচ্ছে, আমার পদ্মভূষণ কিংবা জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল। তবে না পাওয়াতে আমার কিছু যায়-আসে না। এটা পুরোপুরি সরকারের বিষয়। এটা যে সম্মানের, তাতে কোনো সন্দেহ নেই। তবে খারাপ লাগে। যদিও এখন আমার অভ্যাস হয়ে গেছে। 

গায়ক আরও বলেন, আপনার যদি কাউকে তেল দেওয়ার অভ্যাস না থাকে, আপনি এসব পুরস্কার পাবেন না। আমি নিজেও বুঝে গেছি এটা। আর আমার মনে হয়, আমজনতাও বিষয়গুলো জানেন। চেনা শোনা থাকলে তবেই এসব পুরস্কার পাওয়া যায়।  

কুমার শানু বলেন, আমার এই ধরনের কোনো যোগাযোগ নেই যে আমি নিজের জন্য একটা জাতীয় পুরস্কার ম্যানেজ করতে পারি। জীবনে কোনোদিন এসব নিয়ে মাথাও ঘামাইনি। কে কী করছে, তাতে যায়-আসে না আমার! আজকের দিনে দাঁড়িয়েও এইকথা বলছি আমি। সরকার যেদিন মনে করবে আমি পুরস্কার পাওয়ার যোগ্য, সেদিন দেবে। আমি কী করতে পারি, যদি আমাকে জাতীয় পুরস্কার না দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |