বলিউড বাদশাহ শাহরুখ। নিজের অভিনয় দক্ষতায় বহুবার সেটা প্রমাণও করেছেন এই তারকা। দীর্ঘ চার বছর বিরতির পর পর্দায় ফিরে আরও একবার সেই তকমার কোটা পূরণ করলেন তিনি। পর পর দুটো সিনেমা দিয়ে রুপালি পর্দা কাঁপিয়েছেন শাহরুখ। রীতিমতো বক্স-অফিস দাপিয়ে বেড়াচ্ছে তার অভিনীত সিনেমা ‘জওয়ান’।
তবে শাহরুখের এই তারকাখ্যাতি আরিয়ান-সুহানা দেখলেও অভিনেতার ছোট ছেলে আব্রাম এখনও উপলব্ধি করতে পারেনি। মূলত এ কারণেই বিরতির পর পর্দায় ফিরে ছোট ছেলেকে দেখাতে চেয়েছিলেন তিনিই তারকা। বর্তমানে ছোট্ট আব্রাম অনেকটাই বুঝতে পারে বাবার এই জনপ্রিয়তা।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি নির্মিত ‘জওয়ান’। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে সিনেমাটি। তবে ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। অবশেষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই তারকা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ‘জওয়ান’র সাফল্য উদযাপন করতে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখসহ সিনেমার কলাকুশলীরা। এ সময় সেখানে সিনেমার নির্মাতা অ্যাটলি এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিগত চার বছর ধরে সিনেমাটির সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে অতিমারি এসেছে। কিন্তু আজকে নিজের পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।
শাহরুখ আরও বলেন, তিন বছর পর সেটে আসতে ভয় লাগত। সে সময় আমার মনোবল বাড়িয়েছিলেন বড় ছেলে আরিয়ান। ও তখন বলেছিল যে নব্বই দশকে আরিয়ান ও মেয়ে সুহানা আমাকে তারকা হিসাবে দেখেছে।
কিন্তু আমার ছোট ছেলে আব্রাম সেটা এখনও উপলব্ধি করেনি। তাই আগামী পাঁচটা সিনেমায় ওরা আমাকে পরিশ্রম করতে বলেছিল। আগামী দিনে সেটাই করার চেষ্টা করব আমি।
চলতি বছরে শাহরুখের ক্যালেন্ডারে তিনটি সিনেমা রয়েছে। ইতোমধ্যেই ‘পাঠান’ এবং ‘জওয়ান’ হিট। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। চার বছর পর প্রত্যাবর্তন করে ভক্তরা হয়তো এভাবেই দেখতে চেয়েছিলেন বলিউডের এই বাদশাকে। এখন দেখার পালা কেমন ঝড় তোলে শাহরুখের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ভারতের বক্স অফিসে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ‘জওয়ান’। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি বক্স অফিসে নতুন নজির গড়তে পারে এমন প্রত্যাশাই করছেন সিনেমা বিশেষজ্ঞদের একাংশ।
সূত্র : আনন্দবাজার