ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অভিনেতার মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ , ০৯:৫২ এএম


loading/img

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ে মিরার রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিনেতার চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মেয়ের ঝুলন্ত মরদেহ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৬।

বিজ্ঞাপন

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নিজ বেডরুম থেকে মিরাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মিরার মৃত্যুর তদন্ত করছে পুলিশ। 

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মিরা। চিকিৎসাও চলছিল তার।  

বিজ্ঞাপন

জানা গেছে, স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন মিরা। সেই সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্ট দেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

সেখানে মেয়ে মিরাকে তার শক্তির উৎস বলে বর্ণনা করেন ফাতিমা। পাশাপাশি মেয়েকে নিয়ে ভীষণ গর্বিত বলেও জানান তিনি। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলো এই কিশোরী, এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

কয়েক দিন আগেই চেন্নাইতে কনসার্ট করে বিজয়। এ ছাড়া শিগগিরই তার ‘রথম’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মাঝেই এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।    

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিজয়-ফাতিমার ঘরে মিরা ছাড়া আরও এক কন্যাসন্তান রয়েছে। তার নাম লারা। সে মিরার চেয়ে বয়সে ছোট। অভিনেতা বিজয়ের এ সন্তান হারানোর খবরে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

বিজ্ঞাপন

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |