ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের পক্ষে হলিউড অভিনেত্রী গাল গ্যাডট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ অক্টোবর ২০২৩ , ১০:৫৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। এদিকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে বেশ কয়েকটি দেশ। যদিও সব দেশ উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে উভয় পক্ষের নিরপরাধ প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে চলমান এই সংকট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হলিউডের ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে আক্রমণ শুরু করার পরে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, এই বিধ্বংসী ঘটনার কারণে তার হৃদয় ভেঙে গেছে।

‘ওয়ান্ডার ওমেন’ খ্যাত অভিনেত্রী ইসরায়েলের সাথে সংহতি প্রকাশ করে ইনস্টাগ্রামে গাজায় হামলার সংবাদ প্রতিবেদনগুলো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ফিলিস্তিনি সামরিক গোষ্ঠী হামাসের হাতে গাজায় অন্তত ছয় শতাধিক ইসরায়েলিকে হত্যা করা হয়েছে এবং কয়েক ডজন নারী শিশু ও বৃদ্ধকে জিম্মি করা হয়েছে।

বিজ্ঞাপন

সকাল থেকে ৩ হাজারের বেশি রকেট ফায়ার করা হয়েছে। ইসরায়েলিদের জিম্মি করে ইসরায়েলে ঘাঁটি ও বসতি নিয়ন্ত্রণ করছে হামাস। সেখানে ১৫০০ জনেরও বেশি আহত হয়েছে এবং লড়াই এখনও চলছে।

গাল গ্যাডটের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের প্রতি দুঃখ প্রকাশ করে গ্যাডট লিখেছেন, ‘আমি তাদের চিৎকার শুনতে পাচ্ছি।

বিজ্ঞাপন

আমি আমার ছোট দুই সন্তানের সাথে আছি। আমার হৃদয়ে ঝড় উঠেছে। যারা কষ্টে রয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি।’

অপর একটি পোস্টে গ্যাডট ইসরায়েলের প্রতি তার সমর্থন জানিয়ে লিখেছেন, আমি ইসরায়েলের সাথে আছি। আপনাদেরও ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত। এই ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ড যখন ঘটছে তখন বিশ্ব চুপ করে বসে থাকতে পারে না!

এর আগে শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলিদের তৈরি অবৈধ বসতিগুলো লক্ষ্য করে আকস্মিক ও অতর্কিত হামলা শুরু করে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। এখনও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

সূত্র : দ্য হলিউড রিপোর্টার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |