ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ফাহমিদা নবীর কণ্ঠে ‘স্মৃতির দরজায়’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ , ০৭:০৩ পিএম


loading/img
ফাহমিদা নবী

জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি বেশ কিছু একক গানের কাজ নিয়ে কাটছে ব্যস্ত সময়। পাশাপাশি ব্যস্ত আছেন টেলিভিশনের নানান আয়োজনে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) ‘স্মৃতির দরজায়’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। এটি লিখেছেন গীতিকবি জামাল হোসেন।

‘স্মৃতির দরজায়’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পঞ্চম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে ফাহমিদা নবীর সঙ্গে দেখা যাবে নেয়ামত, আসাদ ও স্বর্ণাকে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, প্রায় সময় নতুন গানের জন্য প্রস্তাব আসে। কিন্তু কথা ও সুর অনেক গানেরই পছন্দ হয় না। তবে এ গানটির কথাগুলো আমার মনে দারুণভাবে দাগ কেটেছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে সুরও করেছে পঞ্চম। গানের সঙ্গে দর্শক-শ্রোতারা সুন্দর একটি ভিডিও দেখতে পাবে।

প্রসঙ্গত, চলতি বছর গীতিকবি জামাল হোসেনের কথায় ইমরানের ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’ ও মিলন-কোনালের ‘পাইনা তোকে’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হচ্ছে তার কথায় ফাহমিদা নবীর কণ্ঠে ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |