ঢাকাFriday, 04 April 2025, 21 Choitro 1431

জরিমানা দিলেন ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ অক্টোবর ২০২৩ , ০৯:৪২ এএম


loading/img
ব্রিটনি স্পিয়ার্স

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন হলিউডের জনপ্রিয় পপ গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স। তবে এবার ব্যক্তিজীবন নয়, নিয়ম ভাঙার দায়ে আইনি ঝামেলায় পড়লেন এই সংগীতশিল্পী।  

বিজ্ঞাপন

শুধু তাই নয় রীতিমতো লাখ টাকারও বেশি জরিমানাও গুনতে হয়েছে ব্রিটনি স্পিয়ার্সকে।    

মার্কিন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কয়েক দিন আগেই নিয়ম ভঙ্গ করার জন্য ব্রিটনির বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ। যার জন্য তাকে জরিমানা গুনতে হয়। 

বিজ্ঞাপন

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হতে জানা গেছে, গত মাসে দুটি অপরাধ করেছেন ব্রিটনি। এ কারণে তাকে ১১৪০ ডলার জরিমানা পরিশোধ করেতে হয়েছে। এর মধ্যে একটি গাড়ির বৈধ লাইসেন্স না থাকার জন্য অন্যটি বিমার প্রমাণ প্রদান করতে ব্যর্থ হওয়া।    

এ প্রসঙ্গে আদালতকে দেওয়া সাক্ষ্যে ব্রিটনি বলেন, আমি চাই এসব ঝামেলা শেষ হোক। আমি জারিমানা দিয়ে দিয়েছি। তবু মামলা কেন চলছে। আমি চাই আমার গাড়ি নিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে। ব্রিটনির অ্যাটর্নি ম্যাথিউ রোজেনগার্ট বলেছেন, ব্রিটনির সর্বদা লাইসেন্স এবং বিমা ছিল’।  

এ দিকে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার স্মৃতিচারণমূলক বই ‘দ্য ওমেন ইন মি’। ব্রিটনির লেখা এ বইটির ভূমিকা পড়বেন লেখক নিজেই। আর বাকিটা পড়ে শোনাবেন অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী মিশেল উইলিয়ামস। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |