ঢাকাSaturday, 12 July 2025, 28 Ashaŗh 1432

‘সেই রাতের স্মৃতি এখনও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ অক্টোবর ২০২৩ , ০১:৩০ পিএম


loading/img
জুয়েল আইচ ও নিউইয়র্কের সেই মধ্যবয়সী নারী

বাংলাদেশের নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যায় যেটা সে সারাজীবন ভুলতে পারে না। বলা যায় প্রতি মুহূর্তে তাকে তাড়িয়ে বেড়ায়। এমনই এক স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে জুয়েল আইচকে।     

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন জুয়েল আইচ। তবে কী সেই স্মৃতি, যা এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে?  সেই ঘটনাও এই স্ট্যাটাসে তুলে ধরেছেন এই জাদুশিল্পী।  

জানা গেছে, গত ৭ অক্টোবর নিউইয়র্কে ‘হুমায়ূন আহমেদ সম্মেলন এবং আন্তর্জাতিক বাংলা বইমেলা’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের বক্তৃতাশেষে যখন তিনি বের হয়ে আসছিলেন তখন তার সামনে পেছনে মানুষের ভিড়। কেউ চাইছেন ছবি তুলতে আর কেউ ভলান্টিয়ারের মতো এগিয়ে এসেছেন তাকে সেই ভীড় থেকে রক্ষা করতে। এমন সময় হঠাৎ একজন হলুদ শাড়ি পরা মাঝবয়সী নারী এগিয়ে আসেন জুয়েলের দিকে। তার মাথায় কাঁচা-পাকা চুল।  

ওই নারী জুয়েলকে বলেন, আমি আপনার সঙ্গে ছবি তুলতে আসিনি, আপনি আমার বাংলাদেশ। এই কথা বলেই একদম মায়ের মত তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তার এই কান্না যেন কোনোভাবেই থামছে না। ওই নারীর এমন কাণ্ড আশেপাশের সবাইকে রীতিমতো স্তব্ধ করে দেয়। সবাই তাকিয়ে থাকে তাদের দিকে।

ওই পোস্টে জাদুশিল্পী আরও লেখেন, আমি পরম শ্রদ্ধায় তার মাথায় এবং পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। ধীরে ধীরে তার কান্না থেমে এলো। আশেপাশের লোক কাছে এসে বিস্ময়ের দৃষ্টিতে তাকে এবং আমাকে দেখতে লাগলেন। এমন দৃশ্য এর আগে আমি এবং তারা কেউই কখনও দেখিনি বা দেখেননি। আমি তারপরে যা কিছুই করেছি সবটা জুড়ে মায়ের মত এই ভদ্রমহিলা আমার সমস্ত সত্তাকে আবিষ্ট করে রাখলেন। 

বিজ্ঞাপন

সাধারণত জুয়েল আইচের জাদুর কারিশমা দেখে হতবাক হয়ে যায় দর্শক। কিন্তু এবার তাকেই নিউইয়র্কে হতবাক করলেন ওই নারী। 

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জাদুশিল্পী বলেন, আমার কথা এক ঘণ্টারও বেশি সময় ধরে হলভর্তি দর্শক পিন-পত্তন নিস্তব্ধতা, কখনও অট্ট হাসিতে এবং প্রচন্ড হাততালিতে ছাদ ফাটিয়ে ফেলার মত পরিস্থিতি তৈরি করলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এত ভালোবাসা আমি কোথায় রাখি!
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |