জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফটের ‘দ্য এরাস ট্যুর’-এ নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইসরায়েলের এক যুবক। মোটা অঙ্কের বেতনও পান তিনি। কিন্তু ফিলিস্তিনের সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করতে লোভনীয় এই চাকরি ছেড়ে দেশে ফিরে গেছেন ওই যুবক।
টেইলর সুইফটের নিরাপত্তারক্ষীর চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্রবিষয়ক একটি ম্যাগাজিন। খবরটি প্রথম প্রকাশ্যে আনেন ইসরায়েল টুডের সাংবাদিক ইরনা সুইসা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ওই যুবক নিজের নাম গোপন রাখতে চাচ্ছেন। তার জন্ম ইসরায়েলের কিবুটজে। দীর্ঘদিন ধরে টেইলর সুইটের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে আসছিলেন। চাকরিসূত্রে আমেরিকাতেই বসবাস করতেন। কিন্তু চাকরি ছেড়ে নিজের দেশে ফিরে যুদ্ধে যোগ দিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে টেইলর সুইফের নিরাপত্তারক্ষী ইরনাকে জানান, আমি দারুণ একটি চাকরি পেয়েছিলাম এবং এই কাজটি করতে ভীষণ ভালোবাসি আমি। সে (টেইলর সুইফট) আমার পরিবার এবং বন্ধু। সেখানে আমার সুন্দর একটি বাড়ি ছিল।
তিনি আরও বলেন, এসব ছেড়ে দেশে ফিরে আসার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু পরিবারগুলোকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার সময়ে পাশে ছিলাম না আমি। আর এটা করা হয়েছে শুধু ইহুদি বা ইসরায়েলি হওয়ার জন্য।
এ দিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ম্যাগাজিনটির পক্ষ থেকে টেইলর সুইফটের সঙ্গে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি এই গায়িকা।
প্রসঙ্গত, বর্তমানে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষও নিয়েছে বেশ কয়েকটি দেশ।
সূত্র : ভ্যারাইটি ডটকম