ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

শাকিবের জন্য বিয়ে হয়নি বাপ্পির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ , ১১:০৮ এএম


loading/img
শাকিব খান ও বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। কিছুদিন পরপরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই নায়ক। সম্প্রতি তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের আরেক নায়ক বাপ্পি চৌধুরী। শাকিবের স্ক্যান্ডালের কারণেই নাকি তার বিয়ে ভেঙে গেছে বলে জানিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি দেশীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে বাপ্পি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নিজের ব্যক্তিগত আলাপনের এক পর্যায়ে এ কথা বলেন।

বাপ্পি চৌধুরী বলেন, পারিবারিকভাবে আমার একটা জায়গায় বিয়ের কথা চলছিল। সেই প্রস্তাব নিয়ে আলোচনার এক ফাঁকে কনে পক্ষের একজন বলেন, আরে আপনি নায়ক বাপ্পি না? আপনাদের নায়ক শাকিব খান যা করেছে—একজন বাচ্চা নিয়ে বেরিয়ে এলো। এরপর আমার ওই বিয়ের আলোচনা ভেঙে যায়। 

বিজ্ঞাপন

এ সময়ের অভিনয় শিল্পীদের সমাজের অনেকেই ভালো চোখে দেখছে না বলেও মনে করেন বাপ্পি। 

প্রসঙ্গত,  বাপ্পি চৌধুরী ২০১২ সালে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম, তবুও ভালোবাসি, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, সুলতানা বিবিয়ানা, নায়ক ও প্রিয় কমলা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |