একাধারে অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সংগঠক আজাদ আবুল কালাম। থিয়েটার, টিভি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। বাংলাদেশের নাট্যাঙ্গনের গুণী এই মানুষটির জন্মদিন আজ বুধবার (২৬ অক্টোবর)। আরটিভি অনলাইন শুভেচ্ছা নিবেদন করছে নাট্যপ্রাণ আজাদ আবুল কালামকে।
জন্মদিন আয়োজন নিয়ে বেশ বিব্রতবোধ করেন আজাদ আবুল কালাম। গেলো বছর তার বন্ধুরা রাজধানীর মহিলা সমিতি মঞ্চে ‘তারুণ্য ও তাড়নার ৫০’ শিরোনামে এই নাট্যব্যক্তিত্বের ৫০তম জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানটি করতে গিয়ে এক রকম জোর করেই তার সম্মতি নেয়া হয়।
জন্মদিন নিয়ে কেন বিব্রতবোধ করেন আজাদ আবুল কালাম? নাট্য বিষয়ক পত্রিকা ‘থিয়েটারওয়ালা’র সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, জন্মদিনই করতে হবে এমন কোনো কথা নাই। আমরা বরং আরেকটা জিনিস করতে পারি কিনা, মাঝে মাঝে আমরা এরকম আড্ডা মারতে পারি কিনা? আমরা বন্ধুরা শিল্প-সাহিত্য-রাজনীতি নিয়ে মাঝে মাঝেই আড্ডায় তর্ক-বিতর্ক করতে পারি কিনা। তাহলে আমার মনে হয় ‘তারুণ্য ও তাড়নার ৫০’ এটা সার্থক হবে।
আজাদ আবুল কালামের নাট্যদল প্রাচ্যনাটে খোঁজ নিয়ে জানা গেছে, ঘরোয়াভাবে আজ দলটির মহড়া কক্ষে সন্ধ্যায় তার জন্মদিন উদযাপন করা হবে।
তবে আজাদ আবুল কালাম জন্মদিনের কেক কাটার চাইতেও বেশি উপভোগ করেন সবার সঙ্গে আড্ডা দেয়া, গল্প করা। প্রাচ্যনাটের মহড়া কক্ষ আজ আড্ডা, গল্পে মেতে উঠবে।
পিআর/এমকে