• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মঞ্চে নতুন সংগঠন টিএএডি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
ছবি: সংগৃহীত

নাট্যজন আজাদ আবুল কালামকে প্রেসিডেন্ট ঘোষণা করে গঠিত হলো মঞ্চের নতুন সংগঠন থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা (টিএএডি)।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে রেজিষ্ট্রেশনকৃত ১৭০ জন সদস্যের মধ্য থেকে ৮০ জন সদস্য উপস্থিত থেকে নিজেদের মতামত প্রদান করেন।

এ দিন ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি অনুমোদন করেন সদস্যরা। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করবে এটি। তথ্যগুলো নিশ্চিত করেছেন সদ্য গঠিত কমিটির কমিউনিকেশন সেক্রেটারি নাজনীন হাসান চুমকি।

আজাদ আবুল কালাম ও চুমকি ছাড়া টিএএডিয়ের বাকি সদস্যরা হলেন— ভাইস প্রেসিডেন্ট আইরিন পারভীন লোপা, সেক্রেটারি জেনারেল সাইফ সুমন, সেক্রেটারি অর্গানাইজেশন তৌফিকুল ইসলাম ইমন, ট্রেজারার শামীম সাগর, সেক্রেটারি অফিস আসাদুল ইসলাম, সেক্রেটারি ইভেন্ট অপু শহীদ, সেক্রেটারি ওয়েলফেয়ার কাজী রোকসানা রুমা, সেক্রেটারি ক্লাব এ কে আজাদ সেতু এবং অ্যাক্সিকিউটিভ মেম্বার্স হিসেবে আছেন অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্জিতা শারমীন পিয়া।

টিএএডিয়ের মূল লক্ষ্য প্রসঙ্গে সংগঠনটি জানায়, টিএএডিয়ের মূল উদ্দেশ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটার চর্চায় মঞ্চে এবং মঞ্চ-নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ ও দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, শৈল্পিক দক্ষতা উন্নয়নে তাদের প্রতিনিধিত্ব করা। সে তাগিদ থেকেই এটি গঠন করা হয়েছে।

গণমাধ্যমে টিএএডি প্রেসিডেন্ট আজাদ আবুল কালাম বলেন, টিএএডি কোনোভাবেই থিয়েটার দল বা থিয়েটার দলগুলিকে নিয়ে গঠিত কোনও সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ এটি শুধুমাত্র ব্যক্তির সংগঠন, কোনো দলের নয়।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরে নিয়মিতভাবে অন্তত গত পাঁচ বছর ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত যে কোনো নাট্যশিল্পী (অভিনেতা, নির্দেশক, নাট্যকার, ডিজাইনার, নেপথ্য মঞ্চশিল্পী) এই এসোসিয়েশনে আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি সদস্য একজন একক ব্যক্তি হিসেবে যুক্ত হবেন।

কোনো থিয়েটার দলের প্রতিনিধিত্ব করতেও পারেন আবার নাও পারেন তিনি। তবে অবশ্যই ঢাকা মহানগরের থিয়েটার সংশ্লিষ্ট কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে তাকে।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়