ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বিজয়ের সঙ্গে জয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ০৫:১৬ পিএম


loading/img
জয়া আহসান ও বিজয় সেতুপতি

ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। যেখানে দেখানো হয়েছে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বিজ্ঞাপন

এদিন ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন জয়া। যেখানে তার সঙ্গে দেখা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতির। সেই মুহূর্ত ফেমবন্দি করতে ভুল করেননি জয়া।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে ‘জওয়ান’ সিনেমার খলনায়কের সঙ্গে তোলা সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জয়া। যেখানে বিজয় সেতুপতিকে স্যার বলে সম্বোধন করেছেন তিনি।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় অভিনেত্রীকে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতার সঙ্গে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। জয়া যেভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে বলিউডে নাম লিখিয়েছেন, ভবিষ্যতেও তাকে বিজয় সেতুপতির সঙ্গে এক সিনেমায় দেখতে চেয়েছেন অনুরাগীরা।

এমনকি বিজয় সেতুপতিকে স্যার সম্বোধন করায় এই অভিনেত্রীর প্রশংসাও করেছেন নেটিজেনরা। কারণ গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায়  অভিনয় করা বিজয়কে স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খানও স্যার বলে সম্বোধন করেছিলেন।

প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমা বাদেও ক্যারিয়ারে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় সেতুপতি। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এই তারকার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |