ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

যে কারণে বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ , ০১:১২ পিএম


loading/img
ডলি সায়ন্তনী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নির্বাচনে পাবনা-২ আসন থেকে লড়তে চান এই গায়িকা। সম্প্রতি বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি।

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে গিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ডলি।

বিএনএম থেকে নির্বাচনে আসার কারণ জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, বিএনএম আমাকে অফার করল। ইতোমধ্যে শোবিজের অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছেন। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তা হলে না কেন? মূলত এ কারণেই বিএনএমে যোগ দিয়েছি।

বিজ্ঞাপন

পাবনা-২ আসন থেকে কাজ করার কারণ হিসেবে গায়িকা জানান, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটিতে আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের অনেক ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।

এদিন ডলি সায়ন্তনী ছাড়াও আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বিএনএমে যোগ দিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম সফি মাহমুদ রয়েছেন। এ নিয়ে দলটিতে ছয়জন সাবেক সংসদ সদস্য যোগ দিলেন।

২০২১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) যাত্রা শুরুর দুই বছর পর নিবন্ধন পায় দলটি। বিএনএমের আহ্বায়ক অধ্যাপক আব্দুর রহমান খোকন।

বিজ্ঞাপন

এ ছাড়া আসন্ন নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শোবিজের আরও তিনজন তারকা। তারা হলেন— নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই তিনজনই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |