ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ‘সিআইডি’র ফ্রেডরিক্স

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩ , ০৩:৫২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

‘সিআইডি’ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল। আলোচিত এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। চরিত্রটি রূপায়ন করেছেন দীনেশ ফাদনিস। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

আইডব্লিএম বাজ ডটকম জানিয়েছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে দীনেশকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। গত ১ ডিসেম্বর রাতে দীনেশের শারীরিক অবস্থা বেশি জটিল ছিল। তবে গতকাল তুলনামূলক কিছুটা উন্নতি হয়েছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, দীনেশ ভেন্টিলেটর সাপোর্টে জীবনের সঙ্গে লড়াই করছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |