সন্দীপ রেড্ডি নির্মিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পায় গত ১ ডিসেম্বর। মুক্তির পরই বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি।
প্রথম সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে ৩৫০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে সন্দীপ রেড্ডির এই সিনেমা। এ দিকে সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মাথায় বিদেশের মাটিতে আটকা পড়েছেন এই নির্মাতা।
বিশ্বজোড়া বক্স অফিসে ‘অ্যানিমেল’র আয়ের অঙ্ক আরও বেশি। তবে ব্যবসার পাশাপাশি সিনেমাটিকে ঘিরে নানান বিতর্কও বাড়ছে পাল্লা দিয়ে। নিজের সিনেমায় উগ্র পুরুষ ও হিংসার উদযাপন দেখিয়েছেন পরিচালক—অভিযোগ দর্শক ও সমালোচকদের। তবে সমালোচকদের মতামতকে খুব একটা পাত্তা দিতে তেমন রাজি নন সন্দীপ রেড্ডি।
সম্প্রতি সিনেমাটি মুক্তির পর আমেরিকায় দেখতে গিয়েছিলেন সন্দীপ রেড্ডি। কিন্তু সেখানে উপচে পড়া দর্শকের ভিড়ের মধ্যে আটকে পড়েন এই নির্মাতা।
জানা গেছে, আমেরিকার ডালাসের এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে সেখানকার পার্কিং লটে দর্শকের ভিড়ের মাঝে আটকে পড়েন সন্দীপ রেড্ডি।
রীতিমতো নির্মাতাকে ঘিরে নিজেদের ক্ষোভ উগড়ে দেন দর্শকরা। এমনকি ভিড়ের কারণে বেশ কিছুক্ষণ নিজের গাড়ি থেকেও বের হতে পারেননি সন্দীপ রেড্ডি। বেশ খানিকটা সময় যাওয়ার পর অবশেষে অনুষ্ঠানের কর্তৃপক্ষের সাহায্যে মঞ্চে গিয়ে পৌঁছান তিনি।
তবে যে গতিতে এগোচ্ছে সন্দীপ রেড্ডি নির্মিত ‘অ্যানিমেল’, এতে দ্বিতীয় সপ্তাহেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটির।
জানা গেছে, নতুন বছরের জানুয়ারি মাসের মাঝমাঝি সময়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রণবীর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’।
সূত্র : আনন্দবাজার