ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিয়ে নিয়ে মুখ খুললেন সজল 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ০৩:৪৪ পিএম


loading/img
আবদুন নূর সজল

মডেল ও অভিনেতা হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে আবদুন নূর সজলের। পাশাপাশি বিনোদন অঙ্গনে হাস্যোজ্জ্বল ও মিশুক হিসেবেও বেশ পরিচিত। তবে তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসারী হলেও, তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। এবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই তারকা।  

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন সজল। মাঝে মধ্যেই সজল বিয়ে করেছেন বলে গুঞ্জন ওঠে মিডিয়াপাড়ায়। মূলত এ কারণেই সাক্ষাৎকারে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, আদৌও তিনি বিয়ে করেছেন কিনা?        

জবাবে সজল বলেন, না বিয়ে করিনি। বিয়েটা ভাগ্যের ব্যাপার। যখন সৃষ্টিকর্তার হুকুম হবে তখনই হবে। আমি ভাগ্যে বিশ্বাসী। আপাতত কাজ নিয়ে থাকতে চাই, অভিনয় করতে চাই। এমন কিছু কাজ করে যেতে চাই যার জন্য দর্শকরা দীর্ঘদিন আমাকে মনে রাখবেন।

বিজ্ঞাপন

এর আগে বিয়ে প্রসঙ্গে আরটিভি নিউজকে সজল জানিয়েছিলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে যখন করব, তখন সবাইকে জানিয়েই করবই, ইনশাআল্লাহ্‌। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত আছি।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সজল অভিনীত সিনেমা ‘সুবর্ণভূমি’। এটি পুরোপুরি মুক্তিযুদ্ধের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমায় নতুনভাবে সজলকে দেখতে পাবেন দর্শকরা। আগামী বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানান এই অভিনেতা। 

এ ছাড়া ‘সংযোগ’ নামে আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সজলের। এই সিনেমাটি নির্মাণ করেছেন আবু সাইয়ীদ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |