এ প্রজন্মের জনপ্রিয় তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে দর্শকদের নজর কেড়েছেন তারা। আবারও নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির হতে যাচ্ছেন ফারহান-কেয়া।
শাহ মোহাম্মদ রাকিবের নির্মিত ‘শুধু তোমার জন্য’ শিরোনামের নাটকে দেখা যাবে ফারহান-পায়েলকে। নাটকটি রচনা করেছেন রাকায়েত রাব্বী।
-
আরও পড়ুন : শোবিজে বেড়েছে বিয়ে, কমেছে বিচ্ছেদ
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষেই ফারহান-পায়েল অভিনীত ‘শুধু তোমার জন্য’ নাটকটি প্রচারিত হবে।
মূলত একজন প্রবাসীর জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটকটির গল্প। সুমন বিদেশ থেকে বাড়ি আসবে এই আনন্দে সুমনের স্ত্রীসহ পরিবারের সবাই অনেক ব্যস্ত। সুমন বাড়ি ফেরায় সবাই তাকে দেখে ভীষণ খুশি হয়।
-
আরও পড়ুন : অজয়ের কারণে আটকে গেল ‘সিংহাম থ্রি'র শুটিং
একে একে সবার সঙ্গেই দেখা করে সুমন। পরিবারের তার কাছে জানতে চায় তাদের জন্য কি নিয়ে এসেছে। সবার উদ্বেগে সে জানায় সবার জন্যই উপহার নিয়ে এসেছে সুমন। কিন্তু মামা আর বোন উপহার পেয়ে ভীষণ মন খারাপ করে। কারণ তাদের উপহার তাদের পছন্দ হয়নি।
এদিকে বেশ কিছুদিন যাওয়ার পর সুমনের টাকা প্রায় শেষ হয়ে যায়। এমন সময় সুমনের এক ভাই ফোন করে বলে দুই দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে তাকে। এমন খবর শুনে ভীষণ চিন্তায় পড়ে যায় সুমন। সব টাকা তো শেষ। এতো কম সময়ের মধ্যে টিকেট এর জন্য টাকা কিভাবে ব্যবস্থা করবে।
এভাবেই ধীরে ধীরে এগিয়ে যায় নাটকের গল্প। কিন্তু আদৌ কি সুমন বিদেশে ফেরত যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করতে পারবে? নাটকটির শেষ দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে ফারহান-কেয়া অভিনীত ‘শুধু তোমার জন্য’।