ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণী অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ , ০২:৪৮ পিএম


loading/img
বিজয়কান্ত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিজয়কান্ত। ইতোমধ্যে অভিনেতার মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। 

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিজয়কান্ত। এরপর তার কোভিড১৯ পরীক্ষা করানো হয় এই অভিনেতার। টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ আসে তার। পরে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি। 

আশির দশকে সিনেমা জগতে অভিষেক হয় বিজয়কান্তের। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। পাশাপাশি ডিএমডিকের প্রতিষ্ঠাতাও তিনি। সেই সঙ্গে দুইবার বিধানসভার সদস্য নির্বাচিত হন।  

সূত্র : ইন্ডিয়া টুডে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |