চলতি বছর বলিউডের জন্য ঘটনাবহুল একটি বছর। প্রতিবছরের মতো এবছরেও তারকাদের কিছু বিষয় আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া এসব বিষয় নিয়ে সারা বছরই চলেছে নানা আলোচনা-সমালোচনা। তেমনই কিছু ভাইরাল বিষয় নিয়ে সাজানো হয়েছে ফিচারটি।
সিদ্ধার্থ-কিয়ারা
বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তাদের বিয়ে, বিয়ের সাজ ও কিয়ারার গহনা ছিল সামাজিক মাধ্যমের ভাইরাল বিষয়।
আলিয়া ভাট-কৃতি শ্যানন-আল্লু অর্জুন
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসাবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। তিন তারকা একসঙ্গে একটি ছবি তুলেছেন। সেই ছবি ছিল সামাজিক মাধ্যমের আলোচনায়।
আদিত্য ও অনন্যা
এবছরের মাঝামাঝি সময়ে লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেছে আদিত্য ও অনন্যাকে। ঘনিষ্ঠ মুহূর্তের বেশকিছু ছবি বেশ ভাইরালও হয়েছিল।
আরাধ্য বচ্চন-আব্রাম খান
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের একটি অনুষ্ঠানে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য বচ্চনকে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রামকে পারফর্ম করতে দেখা যায়। তাদের বছর শেষে তাদের পারফর্মেন্স ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
ববি দেওল
‘অ্যানিমেল’ সিনেমায় ববি দেওলের রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। ববির দুর্দান্ত পারফর্মেন্স ছিল সামাজিক মাধ্যমের আলোচনায়। সিনেমায় তার এন্ট্রির দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
রণবীর-দীপিকা-কল্কি-আদিত্য
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তির ১০ বছর পূর্তি উপলক্ষে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন রণবীর, দীপিকা, কল্কি এবং আদিত্য। সেই ছবি ছিল সামাজিক মাধ্যমে ভাইরাল।
দীপিকা
দীপিকার ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট’ রিল ছিল সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই।
রণবীর-আলিয়া কন্যা
জন্মের পর থেকে রাহার মুখ দেখাননি রণবীর-আলিয়া। বছর শেষে বড়দিনে এসে মেয়েকে প্রকাশ্যে এনেছেন তারা। সেই ছবি এখন সামাজিক মাধ্যমের আলোচনায়।