ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নতুন লুকে আমির, তবে কি ২০২৪-এ চমক দেখাবেন অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩১ ডিসেম্বর ২০২৩ , ১১:২৭ এএম


loading/img
আমির খান ও সত্যজিৎ রায়

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দার বাইরে রয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত অভিনেতা আমির খান। বলা যায়, ২০২৩ সালটা তার জন্য খুবই সাদামাটা ছিল। অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকে নিজেকে দূরেই রেখেছেন তিনি। সময় দিচ্ছেন পরিবারকে। 

বিজ্ঞাপন

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকে হাজির হয়ে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছেন আমির। এ যেন একেবারে সত্যজিৎ রায়ের লুক!   

ছবিটি শেয়ার করেছিলেন ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার। মূলত এক নতুন ফটোশুট করেছেন তিনি। আমির খানের প্রকাশিত ওই ছবিটিতে দেখা যায়, তার চোখে কালো মোটা ফ্রেমের চশমা। মুখে একটি তামাকের পাইপ। সিগারেটের ধোঁয়া ছুটছে মুখ থেকে। 

বিজ্ঞাপন

এদিকে ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে। সবার একটাই প্রশ্ন, তবে কি ভারতের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খানকে দেখা যাবে? 

অবিনাশ গোয়ারিকার ইন্সটাগ্রাম থেকে নেওয়া

এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেননি ফটোগ্রাফার অবিনাশ। বরং ছবিটির ক্যাপশনে কৌতূহল রেখে আমিরের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং। একটা দারুণ জিনিস আসতে চলেছে। 

বিজ্ঞাপন

বছরজুড়ে বলিউডে আমির খানের প্রত্যাবর্তন নিয়ে একাধিক গুঞ্জন তৈরি হলেও পর্দায় দেখা যায়নি তাকে। তবে অভিনেতার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ আসতে চলেছে, এটি নিশ্চিত করার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করবেন বলে জানান আমির।    

এ ছাড়া আমিরের প্রযোজনা সংস্থা থেকে আসছে সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন আমির। এখন এটাই দেখার পালা, নতুন বছরে আসলে কোন চমক নিয়ে ফিরছেন আমির। 

এমনকি নতুন এই ফটোশুটের পেছনে আসল কারণ কি, আদৌ এটি কোনো সিনেমার অংশ কি না, সেই সম্পর্কে বিশদ জানতে হলেও অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই আমির ভক্তদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |