ভার্সেটাইল এক অভিনেতা ছিলেন আহমেদ রুবেল
ভার্সেটাইল এক অভিনেতা ছিলেন আহমেদ রুবেল। সব ধরনের চরিত্রের সঙ্গেই মিশে যাওয়ার অনন্য ক্ষমতা ছিল তার। বলিষ্ঠ কণ্ঠের অধিকারী রুবেল একাধারে ছিলেন একজন থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-সিনেমা উপহার দিয়েছেন তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) মাত্র ৫৫ বছর বয়সেই এই অভিনেতা পাড়ি জমালেন না ফেরার দেশে।
অভিনেতা আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম আয়েশ উদ্দিন। রুবেলের বেড়ে ওঠা ঢাকা শহরেই। পরিবারের সঙ্গে সবশেষ গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি রুবেলের। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক মুহম্মদ জাফর ইকবালের ‘প্রেত’-এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বহু নাটকে কাজ করেছেন রুবেল। লেখকের ঈদনাটক ‘পোকা’-তে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল , যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায়ও অভিনয় করেন তিনি।
১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রুবেল। পরে ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন রুবেল। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবেও দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন দাপুটে এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।
৮ বছর আগে নির্মাতা নুরুল ইসলাম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির আগে আজ বুধবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্স উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা। তার আগেই তিনি চলে গেছেন না-ফেরার দেশে। ছবিটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান প্রমুখ।
মন্তব্য করুন