• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘বলিউডের অনেক তারকা অবৈধ কাজ করেন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৭
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত

কাজের পাশাপাশি নানান বিতর্কিত মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত। বলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে উঠে আসেন চর্চায়। এবারও তার ব্যতিক্রম হলো না তার।

সম্প্রতি বলিউডের তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। এতেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। কঙ্গনা বলেন— বলিউডের অনেক তারকাই নাকি অবৈধ কাজের সঙ্গে জড়িত।

রুপালি পর্দার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সক্রিয় থাকেন কঙ্গনা। এমনটাই দাবি তার সমালোচকদের। কারও বিরুদ্ধে কিছু পেলেই তাকে সরাসরি আক্রমণ করতে ভোলেন না এই অভিনেত্রী।

বলিউডের কোন তারকা কোথায় কী করেছেন, কী বলছেন প্রায় সবকিছুই নজরে থাকে কঙ্গনার। কোনো ঘটনা জানার পর চুপ থাকার পাত্রী নন তিনি। বরং যে কোনো বিষয় ব্যাপকভাবে সরব থাকেন এই অভিনেত্রী।

এবার বলিউডের একাংশের বিরুদ্ধে এক বড় অভিযোগ আনলেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি— বলিপাড়ার অনেক তারকাই ‘ডার্ক ওয়েব’ (অবৈধ ইন্টারনেট)-এ আনাগোনা আছে। সেখানে নাকি অনেক চেনামুখ দিনের পর দিন নানান বেআইনি ও অবৈধ কাজ করছেন। শুধু তাই নয় বিভিন্ন সময়ে সুযোগ পেলেই বলিউডকে রীতিমতো তুলোধুনো করে ছাড়েন কঙ্গনা।

জানা গেছে, ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী— কোনো ব্যক্তি ফোন করলে তার নাম ও পরিচয় ফুটে উঠবে মোবাইলে।

মূলত এরপরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কঙ্গনা বলেন, ভালো উদ্যোগ। এবার কেন্দ্রের উচিত ‘ডার্ক ওয়েব’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

বলিউডকে উদ্দেশ করে অভিনেত্রী আরও বলেন, বলিপাড়ার অনেক জনপ্রিয় তারকা ‘ডার্ক ওয়েব’র মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম করছেন। এর মাধ্যমে মেইল, হোয়াটসঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই ‘ডার্ক ওয়েব’র রহস্যের উদঘাটন করা জরুরি। তাহলে অনেকে বড় নাম প্রকাশ্যে আসবে।

সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গনার বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানি মামলা
কঙ্গনা-আলিয়া বিতর্কে বিস্ফোরক মন্তব্য রণদীপের
মন্দির ঝাড়ু দিয়েও কটাক্ষের মুখে কঙ্গনা
এবার বিদেশির প্রেমে মজলেন কঙ্গনা