আবারও বিয়ে করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। গত ২ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তারা। গায়কের স্ত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও একজন সংগীতশিল্পী।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল অনুপম-প্রস্মিতার রিসেপশন পার্টি। সেখানে আংটি বদলও করেন এই তারকা দম্পতি।
রিসেপশন অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনুপম। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘নতুন করে।’
ওই ছবিগুলোতে দেখা যায়, গোলাপি এবং ঘিয়ে রংয়ের কম্বিনেশনের পাঞ্জাবি পরেছেন অনুপম। অন্যদিকে প্রস্মিতা পরেছেন গোলাপি রঙের বেনারসি এবং সোনার গহনা।
এদিন বউভাতের অনুষ্ঠানে শোবিজের অনেকে উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— জয় সরকার, লোপামুদ্রা মিত্র, ব্যান্ড চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য। তা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবুদ্ধ রাহা, উজ্জয়িনী, সোমলতা প্রমুখ।
প্রসঙ্গত, প্রথম সংসার ভাঙার পর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। তবে গায়কের সেই সংসারও খুব বেশিদিন টেকেনই। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর কেটে গেছে কয়েক বছর। গেল বছরের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে বিয়ে করেন পিয়া। এবার তৃতীয়বার বিয়ে করলেন অনুপম রায়। তবে প্রস্মিতার এটি দ্বিতীয় বিয়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস